Blog 2

মনোবল নিয়ে উক্তি, মনোবল নিয়ে 20 টি জনপ্রিয় বাণী

Motivational Quotes

আজকের পোস্টটি মনোবল, প্রবাদ নিয়ে। মনোবল যেকোনো কাজে সাফল্যের চাবিকাঠি। যেকোনো কাজে সফল হওয়ার জন্য বা কাজ শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মনোবল। মনোবল থাকলে পরিশ্রম সহজ হয়ে যায়। কোনো কাজ ভালোভাবে করার আগে আমাদের সকলের মন তৈরি করা উচিত। আপনি যদি ভয়ের সাথে কিছু করেন তবে আপনি সফল হবেন না। যাই হোক, আমরা এখন এই মনোবল সম্পর্কে কিছু উক্তি পড়ব।

Motivational Quotes১. জীবনে যেকোন সমস্যার সমাধান করতে হলে সমস্যার সন্মুখীন হতে হবে|সমস্যা থেকে দুরে থাকলে কক্ষনো কোন সমাধানের সূত্র পাওয়া যায় না|

২. শুধু স্বপ্ন দেখলেই হবে না, তাদেরকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করতে হবে|

‌‍‌‌‍‍‌

৩. মানব জীবনে সুখ আর দু:খের আনাগোনা আছেই |

জীবনে হাজার দুঃখ আছে বলেই হয়তো আমরা সুখের মুর্হ্ত্গুলেকে ভালোভাবে উপভোগ করতে পারি |

৪. জীবনে সফল হতে গেলে কক্ষনো অপরের দোষ দেখতে নেই, দোষ দেখ নিজের | 

৫. জীবনকে উপভোগ করো জীবন অনন্তময় একটা ঘটনা, কিভাবে সদ্ব্য় ব্যবহারকরা যায় তারেই চেষ্টা করো |

৬. ভালো মন্দএর  মিশ্রন নিয়েই গড়ে উঠে আমাদের সমাজ | আমাদের কাজ হল মন্দ গুলোকে দুরে ঠেলে নিয়ে ভালোর পথে সব সময় বিচরণ করা |

৭. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ নানারকম অভিঙ্গতার সন্ম্মুখী হতে হয় এবং এই অভিঙ্গতার মধ্যে দিয়ে মানুষ যে শিক্ষা লাভ করে তা কিন্তু কোন গ্রন্থ পড়ে আরোহন করা যায় না | 

৮. কখনো কাউকে আঘাত করো না বরং নিজে আঘাত সহ্য করো | 

৯. অধিকাংশ মানুষ সদা সবর্দা  সহজ-সরল পথেয়ই অবিলোম্বন করে এগিয়ে যেতে চাই, মানুষের দেখানো এই পথটি যে সঠিক পথ তা কিন্তু নয় | এরেই মধ্যে তোমাকে 

খুঁজে নিতে হবে তোমার সঠিক পথটি কে | যা নিয়ে তোমার লক্ষ্যে পৌছাতে পারবে |

১০. জীবনে সুপ্রতিষ্ঠিত হতে গেলে একটি সঠিক লক্ষ্যের প্রয়োজন | কারন লখ্য় ছাড়া জীবন যেন মাঝি হীন নৌকার মতই কোন কিনারা খুঁজে পায় না |

১১. নিজের জীবনকে ভালবাসতে হবে | জীবন কিভাবে আরো সুন্দর ভাবে গড়ে তোলা যায় তাই চেষ্টা করতে হবে |

১২. কাউকে অন্ধের মতো বিশ্বাস করে তার অনুকরন করতে যেও না | নিজের ভালো-মন্দ নিজেই বিচার করো , কারণ অনুসরন  করা ভালো কিন্তু অনুকরন  নয় |

১৩. জীবনে চলার পথে নানা বাধা – বিপত্তি ঝর ঝাপটা আসবেই | তোমার কাজ হবে সেগুলোকে অতিক্রম করে জীবনে সফলতা অর্জন করা | 

১৪. অধিকাংশ মানুষই তাদের জীবনের উদেশ্য় ও লক্ষ পূরণের সফল হয় না কারণ তাদের এই উদ্শ্য় ও লক্ষী পূরণের কোন পরিকল্পনা থাকে না | 

১৫. যে কোন কাজ করার আগে সেই কাজের একটা পরিকল্পনা করে নেওয়া উচিত | কারণ সঠিক পরিকল্পনা ছাড়া কোন কাজেই সফলতার দরজাই পৌছাই না | 

  1. সব মানুষের ভিতরে কিছু না কিছু ভালো গুন আছে | কখনো  মানুষ শুধু মন্দ গুন নিয়ে জন্মায় নি, পরিবেশ আর পরিস্থিতি একজন মানুষকে অনেকখানি নিয়ন্ত্রন করে |  

১৭. আমরা আসলে কেউই নিজেদেরকে সে ভাবে জানি না , প্রথমে নিজেদের কে 

জানতে হবে তারপর অপরকে | নিজেকে জানতে ও  বুঝতে হলে নিজের অন্তরের প্রবেশ করতে হবে আর জানতে হবে |

১৮. অদম্য় জেদ আর প্রাণ ইচ্ছাশক্তি কঠিন কাজকেও অনেক সময় অনেক সহজ করে দেয় | অসম্ভ কাজ কেও সম্ভব করে দেয় |

১৯. জীবনের সবচেয়ে বড় জয় হলো এমনকিছু করে দেখানো; যা সবাই ভেবেছিল তুমি কখনোই করতে পারবেন না  

২০. তোমার  সময় সীমিত, সুতরাং অন্য কারও জীবন যাপন করতে গিয়ে  ওটাকে ব্যয় করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *